নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার ভোর রাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ওসি জানান, দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।