নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. সোহাগ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন শিপলু নামের আরো একজন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান।
প্রত্যক্ষদর্শী ও ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলে খেজুরবাগ মোড় পার হচ্ছিলেন সোহাগ ও শিপলু। এ সময় একটি হিউম্যান হলার তাদের বাইকে ধাক্কা দিলে দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বাবুল মিয়া বলেন, নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।