মেহেদী হাসান,কেশবপুর (যশোর) প্রতিনিধি:-
জাতীয় পার্টি (এরশাদ) কেশবপুর উপজেলা শাখার সহসভাপতি ও জেলা কমিটির নেতা ডাক্তার গোলাম মোস্তফা সকল পদ থেকে পদত্যাগ করেছেন। জেলা জাতীয় পার্টিও সভাপতি সম্পাদক বরাবর প্রেরিত পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন যে, তিনি শারীরিকভাবে অসুস্থ্য থাকায় সংগঠণের কার্যক্রমে অংশ নিতে পারেন নি। যার কারণে তিনি দায়িত্বশীল পদ থেকে অব্যহতিসহ সাধারণ সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসর নিয়ে সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার আগ্রহ প্রকাশ করেছেন।