কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত

মেহেদী হাসান,কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাকী বেগম (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার আলতাপোল গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টার দিকে লাকী বেগম তার শিশুপুত্রকে নিয়ে কেশবপুর-চুকনগর সড়কের মঙ্গলকোট ব্রিজের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চুকনগরগামী একটি ইট বহনকারী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে। কেশবপুর থানার এসআই আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি থানায় নেয়া হয়েছে।