গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের জের ধরে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও রাজৈর-কোটালীপাড়া সড়কে ছয় দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
গত শনিবার কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সিয়াম সরদার বাস চাপায় নিহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ ক্ষতিপূরণের দাবিতে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও রাজৈর-কোটালীপাড়া সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। ছয় দিন ধরে অভ্যন্তরীণ ও ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। ভ্যানসহ বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে তারা।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিকেলে উভয়পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা অনুষ্ঠিত হয়নি। আগামী শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।