কোনাচিপাড়া এলাকায় খাসজমির দখল নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন

কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার কোনাচিপাড়া এলাকায় খাসজমির দখল নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছে।

আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী জানান, রোববার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কোনাচিপাড়ায় খাসজমির দখল নিয়ে চাঁন ও হাবিবুরের লোকজনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)এবি এম সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় শহিদুল ইসলাম সালু মাস্টার (৫০), ছাইদুর রহমান ছক্কু (৩৫) ও রাশেদুল ইসলামকে (২২) আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।