‘কোনো চাপে আমার কাউন্সিলররা মাথানত করবে না’

নগরের পরিচ্ছন্নতা রক্ষা ও খাল দখলমুক্তকে কোনো কাউন্সিলর ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১৯ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিনের ১৮শ’ স্বেচ্ছাসেবী নিয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।

এসময় আতিকুল ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লাল সবুজের পোশাকে স্বেচ্ছাসেবীরা শপথ নিলেন পরিচ্ছন্ন নগরীর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মেয়র।

এদিন সকালে মোহাম্মদপুরের ৩১ নম্বর ওয়ার্ডকে ময়লা-আবর্জনামুক্ত করতে কাজে নামেন ১৮শ’ স্বেচ্ছাসেবী। ওয়ার্ডের সব রাস্তা ও অলিগলি ঝাড়ু দেয়াসহ সব ধরনের আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করা হয়।

এদিকে, নিজ শহর পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ওনারা ময়লা ফেলবে আর মশা হবে আর নগরবাসী গালি দিবে আমাদেরকে। এটা তো হতে পারে না। কোনো ধরণের চাপ, কোনো ধরণের মাথানত করবে না আমার এই কাউন্সিলররা। আমরা সেটা প্রতিজ্ঞা করেছি।’

বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগ বাড়লেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।