কোনো প্রকল্প গ্রহণের আগে তা জাতীয় অগ্রগতিতে কী অবদান রাখবে

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘কোনো প্রকল্প গ্রহণের আগে তা জাতীয় অগ্রগতিতে কী অবদান রাখবে সে বিষয়ে গবেষণালব্ধ ধারণা থাকা অপরিহার্য।’

বুধবার রাজধানীর একটি হোটেলে প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন গতিশীলতা বিষয়ক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্ধতিগতভাবে আমাদের এগোতে হবে। বিআইডিএস এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে। সরকারের অভিপ্রায় হচ্ছে- বিআইডিএসকে আমাদের অর্থনীতির জন্য সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করা। বিশ্ববিদ্যালয়ের আদলে বিআইডিএস থেকে দুই-তিনটি বিষয়ের ওপর মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, ২০৩০ সালে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত এবং আমাদের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক। বৈশ্বিক প্রেক্ষাপটে জনসংখ্যার বৃদ্ধির বিষয়টি আমাদের জন্য আতঙ্কের নয়। উন্নত বিশ্বে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রার চলমান গতি অব্যাহত থাকলে ২০৪০ সালে বাংলদেশ হবে বিশ্বের ২০তম সমৃদ্ধশালী দেশ।

তিনি বলেন, বিশ্বের ৭৪৪ কোটি জনসংখ্যার মধ্যে ৮৯ কোটি দরিদ্র। ৮৯ কোটি দরিদ্র জনগোষ্ঠীর ২০ শতাংশ জনগোষ্ঠী বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া প্রভৃতি উন্নয়নশীল দেশে বাস করে। এদের মধ্যে ২৫ দশমিক ৫০ ভাগ ভারতে, ৭ দশমিক ৫০ ভাগ চীনে, নাইজেরিয়ায় ৪ দশমিক ৩ ভাগ, বাংলাদেশে ৩ দশমিক ৬ ভাগ এবং ইন্দোনেশিয়ায় ৩ দশমিক ৪ ভাগ।