
খেলা ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অপ্রতিরোধ্য ছিল ভারত। আসরের শুরু থেকে গ্রুপপর্বে নিজেদের ৯ ম্যাচের প্রত্যেকটিতে জয় পেয়েছে দলটি।
বুধবার আসরের প্রথম সেমিফাইনালে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের আগে টানা ১০ ম্যাচে জয় পায় ভারত। অথচ ফাইনালে এসেই প্রথমবারের মতো পরাজয় হলো দলটির।
২৪১ রানের টার্গেট তাড়ায় ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
তবে টিম ইন্ডিয়ার পরাজয়েও পাশে আছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপ জুড়ে আপনাদের প্রতিভা প্রশংসনীয় ছিল। আপনারা জাতির জন্য অপরিসীম গৌরব বয়ে এনেছেন। আমরা সবসময়-ই আপনাদের পাশে আছি।
https://twitter.com/narendramodi?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1726269827017515059%7Ctwgr%5E32480ce1902e496a54cee7de203f61e02ae53088%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Finternational%2F742013%2FE0A695E0A78BE0A6B9E0A6B2E0A6BFE0A6A6E0A787E0A6B0-E0A6AAE0A6B0E0A6BEE0A69CE0A79FE0A787E0A693-E0A6AAE0A6BEE0A6B6E0A787-E0A686E0A69BE0A6BF-E0A6ACE0A6B2E0A6B2E0A787E0A6A8-E0A6AEE0A78BE0A6A6E0A6BF