
ক্রীড়া ডেস্ক : বল ‘পলিশ’ করতে কৃত্রিম বস্তু বা উপাদান ব্যবহার করায় দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লেসিসের শাস্তি হয়েছে। তার শাস্তির পরপরই ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পত্রিকা গ্রুপ আইওএল’ সর্বপ্রথম দাবি করে ফাফ ডু প্লেসিসের মতো করেই ভারতের অধিনায়ক বিরাট কোহলিও বল ‘পলিশ’ করেছেন! বিরাট কোহলির বিরুদ্ধে এক ব্রিটিশ ট্যাবলয়েডও একই অভিযোগ তুলেছে।
তবে ইংল্যান্ড ক্রিকেট দল কিংবা ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলেও ভারতের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ গ্রাহ্য হবে না। আইসিসির নিয়মেই তা সম্ভব হচ্ছে না।
সংবাদ সংস্থা জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে আইসিসির প্রধান নির্বাহী অভিযোগ করলে তা খতিয়ে দেখত আইসিসি। এবং ৪৮ ঘন্টার মধ্যে দলের পক্ষ থেকে অভিযোগ করলেও তা খতিয়ে দেখত আইসিসি। কিন্তু ১৮ নভেম্বর সময়সীমা শেষ হয়ে যায়।
আনুষ্ঠানিক কোনও অভিযোগ ভারত অধিনায়কের বিরুদ্ধে করা হয়নি। ফলে শাস্তিরও আর প্রশ্ন নেই! নিয়ম অনুযায়ী বেঁচেও গেলেন বিরাট!