
বিনোদন ডেস্ক : ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর শোনা যায়, কঙ্গনা রাণৌতের সঙ্গে প্রেম করছেন রণবীর কাপুর। কিন্তু পরবর্তীতে এ গুঞ্জনের সত্যতা মেলেনি।
এদিকে গত সপ্তাহে কফি উইথ করণ টক শোতে কঙ্গনার সঙ্গে রণবীর কাপুরকে ডেটে পাঠানোর কথা বলেন রণবীর সিং। তিনি বলেছিলেন, ‘রণবীরের উচিৎ কঙ্গনার সঙ্গে ডেটে যাওয়া।’
তবে বিষয়টি শুনে চুপ থাকেননি কঙ্গনা। রণবীর সিংয়ের কথার পাল্টা বক্তব্য দিয়েছেন তিনি। রণবীর কাপুরের সঙ্গে ডেট প্রসঙ্গে তানু ওয়েডস মানু খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘রণবীর সিং আমার বন্ধু এবং সে আমার প্রেমের ব্যাপারে খুবই উৎসাহী। আমার যতদূর মনে পড়ে, এর আগে এ বিষয়ে সে আমাকে খোঁচাতে চেয়েছিল কিন্তু সবাই জানে প্রেমের ব্যাপারে আমি খুবই রহস্যময় এবং আমি তাকে সেই সুযোগ দিইনি।’
এর আগে একই অনুষ্ঠানে আলিয়া ভাট বলেছিলেন, ‘মাঝে মাঝেই কঙ্গনাকে এয়ারপোর্টে দেখা যায়, আমার জানতে ইচ্ছে করে তিনি কোথায় যান।’ আলিয়ার এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি।
কঙ্গনা বলেন, ‘আমি আলিয়াকে খুবই পছন্দ করি। সে খুবই চমৎকার একটি মেয়ে। আমি জেনে খুশি হয়েছি যে, সে আমার খোঁজ রাখতে চায়। আমি এতে দোষের কিছু দেখছি না। আমি তার স্পিরিট এবং কাজ পছন্দ করি। আমি তার সর্বশেষ সিনেমাটি দেখিনি। আমার বিশ্বাস সে এটিতেও ভালো অভিনয় করেছে। সে আমাদের গর্বিত করছে।’
সম্প্রতি সিমরান সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার রেঙ্গুন সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খান ও শহিদ কাপুর।