ক্যাট-ভিকিকে হত্যার হুমকি

হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। আর এ ঘটনা নিশ্চিত করে প্রতিবেদন ছেপেছে ভারতীয় অনেক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এ হত্যার হুমকি দেওয়া হয়েছে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে সর্বপ্রথম ঘটনাটি সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে, মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকি-ক্যাটরিনা। এরই মধ্যে এ মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিকি কৌশল জানান, এক অচেনা ব্যক্তি তাকে হুমকি দিচ্ছেন, ইনস্টাগ্রামে পোস্ট করছেন হুমকির বার্তা। এমনকী সেই ব্যক্তি ক্যাটরিনা ফলোও করছে এবং তাকেও প্রাণনাশের হুমকি দিচ্ছে। কিছুদিন আগেই সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া, এমনকী তাকে হত্যার পরিকল্পনাও করেছিল লরেন্স বিষ্ণোই। জেরায় সে কথা স্বীকারও করেছে সে। এরপরই ক্যাটরিনাকে হুমকি। তবে এই ব্যক্তি কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

গত ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের মাঝোপুরে বসেছিল তাদের বিয়ের আসর। বর্তমানে মুম্বাইয়েই রয়েছেন দুই তারকা। দুজনেই ব্যস্ত তাদের আগামী ছবি নিয়ে।

ক্যাটরিনার আগামী ছবি টাইগার থ্রি। সালমানের সঙ্গে দেখা যাবে ক্যাটকে। এছাড়াও রয়েছে ফোন ভূত ও জি লে জারা। অন্যদিকে ভিকির হাতেও রয়েছে সাম বাহাদুর, দ্য ইমমোর্টাল অশ্বথামা ও গোবিন্দা নাম মেরা।