ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি সাকিবের

ক্রীড়া ডেস্ক : ব্যাট হাতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে সবশেষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব আল হাসান। টেস্টে ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলন তারও অনেক আগে।

২০১১ সালের মার্চে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান করেছিলেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে আজ নিজেকে অনেক উঁচুতে নিয়ে গেলেন সাকিব।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে টেস্টে এবার বাংলাদেশের তামিম এবং মুশফিকদের কাতারে এসে দাড়ালেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

২০০ রানের মাইলফলকে পৌছতে ২৫২ বল মোকাবেলা করেন সাকিব। কলিন ডি গ্র্যান্ডহোমের ওভারের চতুর্থ বলে চার মেরে ডাবল সেঞ্চুরির মাইলফলকে পৌছেন তিনি। অসাধারণ এ ইনিংস খেলার পথে ৩০টি চারের মার মারেন সাকিব আল হাসান।