
ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার।
রোববার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ২৯ নম্বরে অবস্থান করছেন কদিন আগে ২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া মুস্তাফিজ।
মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে নেন ৪ উইকেট। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৬২ রানে ২ উইকেট, নেলসনে তৃতীয় ম্যাচে ৩২ রানে ২ উইকেট।