আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ডান্স পার্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে স্থানীয় সময় শনিবার এ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তারা আশঙ্কা করছেন, নিহত হয়েছেন ৪০ জন।
ক্যালিফোর্নিয়া নগর ও আলামেদা কাউন্টি কর্তৃপক্ষও অর্ধশতাধিক মানুষ নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে। দোতলার বিশাল একটি হলরুমে নাচের অনুষ্ঠান চলার সময় আগুন লাগে।
ওকল্যান্ড ফায়ার চিফ তেরেসা ডেলোচি-রিড জানিয়েছেন, নাচের অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে ৫০ থেকে ১০০ লোক ছিলেন। তবে তারা সেখানে পৌঁছে দেখেন, ভবনটি একটি গুদাম, যা সংস্কার করে অনুষ্ঠানের উপযোগী করা হয়েছে। তবে এ ভবনে আগুন নেভানোর কোনো যন্ত্র তারা পাননি। বিশেষ করে পানি ছিটিয়ে দেওয়ার যন্ত্রও ছিল না।
গোল্ডেন ডোনা নামে একটি প্রতিষ্ঠান আরো ছয়টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের দিন সকালে ফেসবুকে এ ব্যাপারে প্রচার চালাতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও থেকে দেখা যাচ্ছে, দুই তলা ভবনের ছাদ পর্যন্ত পুড়ে গেছে। ভবনটিতে অনেক আসবাব, ম্যানিকুইন ও অন্যান্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং নেভাতে অনেক দেরি হয়।