আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাতে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকিতে থাকা লক্ষাধিক লোককে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ওরোভাইল ড্যামের (বাঁধ) জরুরি পানি নিষ্কাশনের চ্যানেল যেকোনো সময় ধসে যেতে পারে। যে কারণে বন্যাপ্রবণ এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
ওরোভাইল ড্যামের পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। ক্রমেই পানি বাড়ছে। তা ছাড়া জমে থাকা বরফ গলে পানি বাড়ছে। যে কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
ওরোভাইল হ্রদের ওপর ৫০ বছর আগে নির্মাণ করা বাঁধটি। এই প্রথম এমন কোনো জরুরি অবস্থার সৃষ্টি হলো সেখানে।
ক্যালিফোর্নিয়ার পানি সম্পদ বিভাগ জানিয়েছে, বাঁধের প্রধান পানি নিষ্কাশন চ্যানেল দিয়ে প্রতি সেকেন্ডে ১ লাখ কিউবিক ফুট পানি সরিয়ে দেওয়া হচ্ছে।
পানির উচ্চতা কিছুটা কমেছে। বাঁধের ওপর পানির প্রবাহ চার ইঞ্চি পরিমাণ কমেছে। তবে এখনো ঝুঁকি কাটেনি।
লেক ওরোভাইল এলাকার শেরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এটি কোনো মহড়া নয়, বাস্তবেই ঝুঁকিতে রয়েছে বাঁধ।