
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ক্যাশ মেশিন হ্যাক করা সহজ হতে পারে এবং তা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই করা সম্ভব। একজন নিরাপত্তা বিশেষজ্ঞ এ তথ্য জানিয়েছেন।
পজেটিভ টেকনোলজির বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ক্যাশ মেশিনগুলো মূলত উইন্ডোজ এক্সপি কম্পিউটারকে নিরাপদে সংযুক্ত করে। হ্যাকাররা মেশিনের ওপর একটা ক্ষুদ্র ফুটো করে, সেখানে ইউএসবি ক্যাবল ব্যবহার করতে পারে এবং টাকা বের করে নিতে পারবে। যদি একটি হ্যাকড মেশিন আপনার কার্ডের বিবরণ সংগ্রহ করে তবে হ্যাকাররা এটিএমগুলোর নেটওয়ার্কের কাছাকাছি আপনার ডেটা ছড়িয়ে দিতে পারে এবং আপনার কোনো ধারণা ছাড়াই অর্থ তুলে নিতে পারে।
পজেটিভ টেকনোলজিসের নিরাপত্তা বিশেষজ্ঞ লেই-অ্যান গালোওয় বিবিসিকে দেখিয়েছেন যে, এ পদ্ধতিতে কীভাবে ক্যাশ মেশিন হ্যাক করা যায়। তিনি অন্যতম বৃহত্তম এটিএম মেশিন নির্মাতা প্রতিষ্ঠান জর্জিয়াভিত্তিক এনসিআর কর্তৃক নির্মিত একটি এটিএম হ্যাক করে দেখান।
এ সংক্রান্ত প্রকাশিত ভিডিওতে দেখানো হয়েছে, ক্যাশ মেশিনে যেখানে কিপ্যাড থাকে সেখানে একটি ক্ষুদ্র ফুটো করে তার আড়ালে ইউএসবি ক্যাবল সংযুক্ত করে হ্যাকাররা টাকা তুলে নিতে পারবে। নিরাপত্তার কারণে ইউএসবি ক্যাবল ব্যবহার করে কীভাবে অর্থ তুলে নিতে হয়, তা ভিডিওটিতে প্রদর্শন করা হয়নি কিন্তু প্রক্রিয়াটি মাত্র এক মিনিট সময় নেয়।