ক্রাইম পেট্রোল বিডি’র চীর্ফ রিপোর্টার রাজু আহম্মেদের বাবা আর নেই

নিউজ রুমঃ অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল বিডি’র চীর্ফ রিপোর্টার রাজু আহম্মেদের বাবা আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন । আজ বেলা ৪ ঘটিকায় তার মেঝো ছেলের বাড়িতে তিনি ইন্তেকাল করেন; মৃত্যুকালে তার বসয় ছিল ৬০ বছর; তিনি ৩ ছেলে ও ২ মেয়ে এবং অসংখ্য  গুণগ্রাহী রেখে যান; কুমিল্লায় তার নিজ গ্রামে নাসির কান্দি পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে । এতে শোক প্রকাশ করেন ক্রাইম পেট্রোল বিডি’র সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীসহ ক্রাইম পেট্রোল বিডি পরিবার । সুখ শান্তি লক্ষ্যে ক্রাইম পেট্রোল বিডি পরিবার অদ্য সন্ধ্যায় নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় ।