
বার্তা কক্ষঃ ক্রাইম পেট্রোল বিডি’র জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী কিছু সংখ্যক সদস্যকে বহিস্কার করা হয়েছে,উক্ত সিদ্ধান্ত অনুযায়ী তালিকাভূক্ত এ সকল সদস্যদের সাথে কারো যোগাযোগ বা এরা যদি কোনো প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের সাথে যুক্ত থাকে তাহলে ক্রাইম পেট্রোল বিডি কর্তূপক্ষ দায়ী থাকিবে না । কেউ যদি এই বিজ্ঞপ্তির পরেও ক্রাইম পেট্রোল বিডি’র পরিচয় প্রদান করে থাকে,তাহলে তাদেরকে আইনের নিকট সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো ।
ক্রাইম পেট্রোল বিডি’র বহিষ্কৃত সদস্যদের তালিকাঃ
১। আব্দুল আজিজ (ঢাকা)
২। মাহাবুবুল আলম কাঞ্চন ( খিলক্ষেত )
৩। জামাল উদ্দিন মোড়ল ( বাগেরহাট )
৪। মেহেদী হাসান ( গাজীপুর )
৫। মাহামুদ রানা ( গাজীপুর )
৬। মোঃ হারুন অর রশিদ ( নরসিংদী)
৭। মানুনুর রশিদ ( নরসিংদী)
ক্রাইম পেট্রোল বিডি’র এসকল সদস্যকে কর্তূপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বহিস্কার করা হয়েছে ।