
ক্রাইম পেট্রোল বিডি নিউজ ডেস্কঃ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১০ নং মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি কাজীপাড়া গ্রামের উত্তর উত্তর বাওচন্ডি কাজীপাড়া রহমতিয়া জামে মসজিদে ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধরী একটি উন্নতমানের ৪০’’ * ২৪” সাইজের পাঁচওয়াক্ত নামাজের সময় সূচির ঘড়ি প্রদান করেন।
উক্ত এলাকার মসজিদ কমিটির পক্ষ হইতে সভাপতি মোঃ সামসুদ্দোহা প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ আদুল কালাম আজাদ প্রামানিক ও মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ শোয়েব আলী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সকলেই ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধরীকে এলাকবাসীর পক্ষ হইতে “ হাজী মোহাম্মদ মোহসীন সন্মাননা স্মারক ২০২১” প্রদান করেন। ইহাতে মূল ভূমিকায় ছিলেন ক্রাইম পেট্রোল বিডির ম্যানেজার মোঃ মোজাহেদ আল হোসাইন।