ক্রাইম পেট্রোল বিডির সম্পাদককে সম্মাননা প্রদান

ক্রাইম পেট্রোল বিডি নিউজ ডেস্কঃ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১০ নং মধুপুর ইউনিয়নের  উত্তর বাওচন্ডি কাজীপাড়া গ্রামের উত্তর উত্তর বাওচন্ডি কাজীপাড়া রহমতিয়া জামে মসজিদে ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক ও প্রকাশক  বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধরী একটি উন্নতমানের ৪০’’ * ২৪” সাইজের পাঁচওয়াক্ত নামাজের সময় সূচির ঘড়ি প্রদান করেন।

উক্ত এলাকার মসজিদ কমিটির পক্ষ হইতে সভাপতি মোঃ সামসুদ্দোহা প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ আদুল কালাম আজাদ প্রামানিক ও মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ শোয়েব আলী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সকলেই ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক ও প্রকাশক  বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধরীকে এলাকবাসীর পক্ষ হইতে “ হাজী মোহাম্মদ মোহসীন সন্মাননা স্মারক ২০২১” প্রদান করেন। ইহাতে মূল ভূমিকায় ছিলেন ক্রাইম পেট্রোল বিডির ম্যানেজার মোঃ মোজাহেদ আল হোসাইন।