ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় বাংলাদেশের ৬ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক : প্রতি বছর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে থাকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ২০১৬ সালের বিভিন্ন ক্যাটাগোরির বর্ষসেরা খেলোয়াড়দের তালিকায় আজ রাতে প্রকাশ করবে ক্রিকইনফো। বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান ও বোলার, বর্ষসেরা ওয়ানডে ব্যাটস্যামন ও বোলার, বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান ও বোলার, বর্ষসেরা অধিনায়ক ও বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় ক্যাটাগোরিতে নির্বাচন করা হবে।

এই তালিকায় বাংলাদেশ ৬ জন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা।

১. তামিম ইকবাল : দেশসেরা এই ওপেনার বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের সংক্ষিপ্ত তালিকায় আছেন।

২. মেহেদী হাসান মিরাজ : তরুণ এই তুর্কি আছেন বর্ষসেরা টেস্ট বোলারদের ও বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়।

৩. মাহমুদউল্লাহ রিয়াদ : সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ রয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকায়।

৪. সাব্বির রহমান : মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকায় আছেন সাব্বির রহমানও।

৫. মুস্তাফিজুর রহমান : বাংলাদেশের কাটার মাস্টার রয়েছেন টি-টোয়েন্টি বর্ষসেরা বোলারদের তালিকায়।

৬. মাশরাফি বিন মুর্তজা : গেল বছর তিনি ছিলেন অধিনায়কদের সংক্ষিপ্ত তালিকায়। এবার তিনি অধিনায়কের তালিকায় না থাকলেও ওয়ানডের বর্ষসেরা বোলারদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন।