ক্রিকেট মাঠে ঝড় তুলছেন ভারতীয় ক্রিকেটার বিরাট

বিনোদন ডেস্ক : ক্রিকেট মাঠে ঝড় তুলছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। অন্যদিকে বক্স অফিস মাত করছেন অভিনেত্রী আনুশকা শর্মা। তবে ড্যান্স ফ্লোরেও কিন্তু কম যান না তারা।

সম্প্রতি ক্রিকেটার যুবরাজ সিং এবং অভিনেত্রী হিজেল কিচের বিয়েতে হাজির হয়েছিলেন বিরাট-আনুশকা জুটি। সেখানে গানের তালে একসঙ্গে নাচতে দেখা গেছে তাদের।

‘গুড় নাল ইশক মিঠা’ শিরোনামের একটি গানের তালে নাচেন তারা। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের এই ভিডিওটি।

গত ৩০ নভেম্বর ভারতের চণ্ডীগড়ে শিখ প্রথা অনুযায়ী যুবরাজ-হেজেলর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর  গোয়ায় দ্বিতীয়বার বিহারি হিন্দু প্রথায় বিয়ে হয় তাদের। কারণ হেজেল অর্ধেক ব্রিটিশ এবং অর্ধেক ভারতীয়। তার মা বিহারি বংশোদ্ভূত।

এর আগে ইন্সটাগ্রামে প্রকাশিত হয়েছিল যুবরাজের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও। সেখানে গানের তালে নাচতে দেখা গিয়েছিল বিরাট ও আনুশকাকে। তবে সেখানে আলাদাভাবে নাচতে দেখা গিয়েছিল তাদের। আনুশকাকে দেখা গেছে বলিউড গানের তালে নাচতে। অন্যদিকে যুবরাজের সঙ্গে বিরাট নেচেছিলেন গ্যাংনাম স্টাইলে।

ভিডিও……..

https://youtu.be/f4Fc9Cj3vm0