কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে ঢুকেছে

আন্তর্জাতিক ডেস্ক : এ মাসের প্রথম দিকে সহিংসতাকবলিত রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী নতুন করে সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে ঢুকেছে।

রোহিঙ্গা সম্প্রদায়ের নেতাদের বরাত দিয়ে আলজাজিরা অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

আলজাজিরার খবরে জানানো হয়েছে, বাংলাদেশে মুসলিম রোহিঙ্গা নেতারা বুধবার বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ৩ হাজার ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে আগে থেকেই স্থান সংকুলানের অভাব ছিল, তার ওপর এবার আরো চাপ সৃষ্টি হলো।

বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর কাছে কক্সবাজারে তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবির। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচার, খুন, নির্যাতন, ধর্ষণে আতঙ্কিত রোহিঙ্গারা জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

বাংলাদেশের সীমান্ত ও উপকূলরক্ষী বাহিনীর কঠোর টহল ও নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশ করেছে রোহিঙ্গারা। এই সপ্তাহে তারা জানায়, শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা তারা মিয়ানমারে ফিরিয়ে দিয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা নেতা আবদুল খালেক বলেছেন, ‘রাখাইনের গ্রামগুলো থেকে শুধু বালুখালি ক্যাম্পে এসেছে ৩ হাজার রোহিঙ্গা।’ এই ক্যাম্পটি নাফ নদীর তীরে এবং রোহিঙ্গারা এসে প্রথমে এই ক্যাম্পে ওঠে।

আরেকটি ক্যাম্পের এক জ্যেষ্ঠ রোহিঙ্গা বলেছেন, গত ১১ দিনে ৭০০ রোহিঙ্গা পরিবার এসেছে বাংলাদেশে। ক্যাম্পে স্থান সংকুলানা না হওয়ায় তাদের অনেকে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে।

আলজাজিরা জানিয়েছে, রাখাইন রাজ্যে নিরাপত্তা জোরদার করতে ১২ আগস্ট মিয়ানমার কর্তৃপক্ষ কয়েক শ সেনা মোতায়েন করে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি এ পদক্ষেপের সমালোচনা করলেও তাতে কান দেওয়া হয়নি। তিনি বলেছিলেন, সেনা মোতায়েনের এই ঘটনা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে গত বছরের অক্টোবর মাসে সহিংসতা ছড়িয়ে পড়ে। সীমান্ত পোস্টে অস্ত্রধারীরা হামলা চালিয়ে নয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করার পর এ সহিংসতা শুরু হয়। মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্বিচারে নির্যাতন চালাতে শুরু করে বলে অভিযোগ করা হয়। এ নিয়ে জাতিসংঘের তদন্তের মুখে রয়েছে দেশটি।

জাতিসংঘসহ আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থা মনে করে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নির্মূল করতে এই অভিযান চালানো হয়। কিন্তু শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির প্রভাববলয়ে থাকা সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তিনি নিজেও এ বিষয়ে পরিষ্কার করে কথা বলেননি।

রোহিঙ্গা নির্যাতনে অভিযোগ তদন্ত শেষে বুধবার মিয়ানমারের প্রেসিডেন্টের কাছে প্রতিবেদন দিয়েছেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান। আজ প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের সাড়ে ৩ হাজার বাদে গত বছর অক্টোবর থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম। কক্সবাজারের অস্থায়ী আশ্রয়শিবিরে আছেন তারা। মিয়ানমার দাবি করে থাকে, রোহিঙ্গারা বাংলাদেশের মানুষ। কিন্তু এর কোনো যৌক্তিক ভিত্তি নেই।