খাগড়াছড়িতে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

জেলা প্রতিবেদকঃ  করোনা ভাইরাস পরিস্থিতিতে গরীব, দুস্থ এবং অসহায় মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর ১২টার দিকে কদমতলি এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চেীধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, পরিষদ সদস্য আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, শতরূপা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলার মহালছড়ি উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও আলু।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতে কর্মহীন হয়ে পরা পত্রিকার হকার, যানবাহনচালক ও শ্র