
খাগড়াছড়ি : রাঙামাটিতে গত ১৩ জুনের ভয়াবহ পাহাড় ধস ও প্রবল বর্ষণের পর থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে ২০ দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
৬৩ কিলোমিটারের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের তিনটি অংশে প্রায় ৭০ মিটার সড়ক তলিয়ে গেছে। এ ছাড়া খাগড়াছড়ির মহালছড়ি অংশে ১০-১২টি পয়েন্টে সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে করে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে খাগড়াছড়ির মহালছড়ি ফিসারি ঘাট থেকে রাঙামাটির সমতা ঘাট পর্যন্ত ইঞ্জিন চালিত নৌকা চলাচল করছে। সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় অটোরিকশা, ইঞ্জিন চালিত নৌকা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
মহালছড়ি এলাকার বাসিন্দা সুদর্শন চাকমা জানান, আগে রাঙামাটির মানিকছড়ি থেকে খাগড়াছড়ির ভাড়া ছিল ১৫০ টাকা। বর্তমানে ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা করে।
ইঞ্জিন চালিত নৌকারচালক রিপন চাকমা জানান, ২৫ বছর পর ১০-১৫ দিন ধরে মহালছড়ি-রাঙামাটি নৌরুটে যাত্রী পরিবহন শুরু হয়েছে। সাময়িক রুট হওয়ায় খরচ বেশি হচ্ছে।
রাঙামাটির মনতুলাপাড়া কেসিং এলাকার বাসিন্দা বিজয় চাকমা জানান, ২০ দিন অতিবাহিত হলেও রাঙামাটি সদরের কতুকছড়ি এলাকার ভাঙা অংশ মেরামতে সড়ক বিভাগের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কতুকছড়ির আশপাশের ৪-৫টি গ্রামের ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
একই এলাকার বীর বালা ত্রিপুরা জানান, আগে অটোরিকশায় করে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যেতে খরচ হতো ২০০ টাকা। এখন জনপ্রতি খরচ হয় ৫-৬ শত টাকা। তার মধ্যে ৪ কিলোমিটার পথ হাটতে হচ্ছে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন জানান, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম কিলোমিটার এলাকার প্রায় ৭০ মিটার তলিয়ে গেছে। ষষ্ঠ কিলোমিটার এলাকার গর্ত ভরাট করতে আরো তিনদিন সময় লাগবে। এরপর সপ্তম ও অষ্টম কিলোমিটারের গর্ত ভরাট ও সড়কের ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হবে। ১৪-১৫ দিনের মধ্যে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে হালকা যান চলাচল শুরু হতে পারে।