নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খাদ্য ব্যবস্থাকে নির্ভেজাল রাখতে এ খাতকে প্রযুক্তির আওতায় আনা হবে।
মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক গবেষণা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্বব্যাংকের সহায়তায় ৫ বছর মেয়াদী ‘বাংলাদেশ ইন্টিগ্রেটেড ফুড পলিসি রিসার্চ প্রোগ্রাম’ শীর্ষক এ গবেষণা প্রকল্প হচ্ছে।
কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল পথে চলছে। তাই খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয়কে প্রযুক্তির আওতায় এনে নতুনভাবে ঢেলে সাজানো হবে। অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে দেশের সব স্তরের খাদ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হবে। দেশের প্রতিটি খাদ্য গুদামকে অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে মনিটরিং করা হবে। এ ছাড়া খাদ্য বিতরণ পদ্ধতিকে অনলাইন মনিটরিংয়ের আওতায় আনা হবে।
বাংলাদেশ ইন্টিগ্রেটেড ফুড পলিসি রিসার্চ প্রোগ্রামের কথা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, খাদ্য সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য এই গবেষণা কর্মসূচি অনেক বড় অবদান রাখবে। সামাজিক নিরাপত্তার পাশাপাশি খাদ্যবান্ধব নিরাপত্তার জন্য বর্তমান সরকার কাজ করছে।
বিশ্বব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশে বিনিয়োগ করবে না বলে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন ভুল বুঝতে পেরে আবার বিনিয়োগের উদ্যোগ নিচ্ছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে অর্থ যোগান দিতে প্রস্তুত।
বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার ও অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী এস পেরালকার বলেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা দিতে ইন্টিগ্রেটেড ফুড পলিসি রিসার্চ প্রোগ্রাম অনেক বড় ভূমিকা পালন করবে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান, মডার্ন খাদ্য সংরক্ষণ ফেসিলিটিজ প্রোজেক্টের পরিচালক মো. গাজিউর রহমান, যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির আন্তর্জাতিক প্রকল্প পরিচালক ড. অ্যালেক্স উইন্টার নেলসন, আইএফপিআরআই ওয়াশিংটনের পরিচালক ড. পাউল ডরোস প্রমুখ।