নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিদপ্তর আয়োজিত ‘ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেম – মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রোজেক্ট’ বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘খাদ্য সংরক্ষণে সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এখন ২০ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার খাদ্যগুদাম রয়েছে আমাদের। আগামী ২০১৮ সালের মধ্যে সেটাকে ২৫ লাখ মেট্রিক টন এবং ২০২৫ সালের মধ্যে ৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতায় উন্নীত করা হবে।’
মন্ত্রী বলেন, ‘অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে দেশের সব স্তরের খাদ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হবে। ডিজিটালের আওতায় আনতে খাদ্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে।’
কামরুল ইসলাম বলেন, ‘দেশের প্রতিটি খাদ্য গুদামকে অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে মনিটরিং করা হবে। খাদ্য বিতরণ পদ্ধতিকে অনলাইন মনিটরিংয়ের আওতায় আনা হবে।’
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যসচিব কায়কোবাদ হোসেন, প্রোজেক্ট পরিচালক গাজিউর রহমান, বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার ম্যানিভেল সিনি প্রমুখ।