
তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামার জমিরউদ্দীন শাহ্ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে ওয়াশ ব্লক ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করা হয়েছে।গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র আর্থিক সহায়তায় ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের লাবনী হেলেনাসহ অত্র প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার শিক্ষক – কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।