খানসামায় গরু চুরি

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউপির ভেড়ভেড়ী গ্রামের গোয়াল পাড়ার মনোরঞ্জন রায়ের বাড়ির গোয়াল ঘর থেকে গত ৭ ফেব্রুয়ারী দিবাগত রাত অনুমান ১টার সময় ৮ টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায় ।

একই রাতে একটি বাড়ি হতে ৮ টি গরু চুরির ঘটনায় এলাকায় হৈ-চৈ পড়ে গেছে।চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য সাড়ে তিন থেকে চার লাখ টাকা ।গরু চুরি গিয়ে সর্বশন্তি হয়েছে মনোরঞ্জন। ওই গরু চুরির ঘটনা খানসামা থানাকে অবহিত করলে থানা পুলিশ প্রাথমিক ভাবে চুরি যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন।চুরি যাওয়া গরুর খোঁজখকর নেয়া হচ্ছে।এ রিপোট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।