খানসামায় প্রদর্শনী ও সেমিনারে পুরস্কার বিতরণ

তফিজ উদ্দিন আহমেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত টেকসই  প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৭ নভেম্বর বৃহস্পতিবার  দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে খানসামা উপজেলা প্রশাসনের  উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রদর্শনী মেলার সমাপ্তি হয়।
কয়েকদিনের বিভিন্ন মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এম.পি।
মৎস্য অফিসার রতন কুমার বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড (ভূমি) মারুফ হাসান, কৃষি অফিসার বাসুদেব রায়, প্রণিসম্পদ অফিসার হুমায়ুন কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুর রহমান, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, মাধ্যমিক অফিসার মনজুরুল হক, সমাজসেবা অফিসার মাসুদ রানা,  উপজেলা পল্লী বিদুৎ এর এজিএম শাহ ইফতেখার আহমেদ। সকল দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই মেলা এক দিনের জন্য অনুষ্ঠিত হয়েছে। মেলায় মোট ২১টি  ষ্টল অংশগ্রহণ করছে।