
তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিসিধিঃ খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ এর আয়োজনে এবং ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ১৬ ফেব্রæয়ারী-২২ সকাল সাড়ে ১১ টার সময় খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত থেকে এর উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মারুফ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হুমায়ুন কবির,থানা অফিসার ইনচার্য কামাল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক,উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান প্রমূখ। প্রদর্শনীতে উন্নত জাতের গরু,ষাড়,হলিষ্টিন ফ্রিজিয়ান গাভি,মহিস,ঘোড়া,ছাগল,হাঁস,মুরগি,কবুতর সহ বিভিন্ন জাতের পাখি ৫০ টি স্টলের মাধ্যমে প্রদর্শিত হয়।শেষে সফল খামারীদের পুরস্কৃত করা হয়।