
তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন শেষে গত ৩ মার্চ টংগুয়া ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুলে ফেরার সময় স্কুল গেটে ছাত্র-ছাত্রীদের কোলাহলময় মুহূর্তে স্কুল সংলগ্ন বাড়ির আঃখালেক নামিয় এক কুখ্যাত সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ছাত্র-ছাত্রীর উপর চড়াও হওয়ার এক পর্যায়ে স্কুলে গেটের টিন লাঠি দিয়ে আঘাত করে ভেঙ্গে ফেলে।
এ ব্যাপারে ওই স্কুলের অধ্যক্ষ কমলেস সিংহ ছোটন বলেন,আমি মুঠো ফোনে ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলামের নিকট উক্ত সন্ত্রাসী হামলার ঘটনা জানালে,চেয়ারম্যান জানান ৫ মার্চ শনিবার তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার করা হবে এবং বিচার না মানলে সন্ত্রাসীর ওপর থানায় আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।উল্লেখ যে থানায় রেকর্ড ভুক্ত টংগুয়া গ্রামের কুখ্যাত ডাকাত আঃ খালেক নামে পরিচিত।স্কুলের পিছনে কাঁঠাল গাছ তলার পাশে উক্ত সন্ত্রাসীর (অবৈধ ভাবে রাতের অন্ধকারে দখলকৃত আন্সার ও ভিডিপির জমির ওপর নির্মিত) বাড়ি হওয়ায় দিনের বেলা নিজ বাড়ির ভেতরে এবং সন্ধের সময় কাঁঠাল গাছ তলায় নির্বিঘেœ কিশোর গ্যাংদের হাট বসিয়ে নানা কুকর্ম চালিয়ে আসছে।এতে সমাজ কুলসিত হচ্ছে বলে এলাকারর সুশীল সমাজ জানান।