মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামার পাকের হাট বাজারে মরা মুরগি বিক্রির দায়ে এক মুরগি ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা প্রদান ও ৫০ কেজি কাটা মুরগী জব্দ করছে ভ্রামমাণ আদালত।
শনিবার(২৪সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ্উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রিট মোঃ সাজেবুর রহমান এ আদালত পরিচালনা করেন।
খানসামা থানার উপ-পরিদর্শক বিদ্যুৎ রায় জানান, পাকের হাট বাজারে মরা মুরগি রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিধান মতে ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলামকে(৩২) ১ হাজার টাকা জরিমানা ও তার দোকান থেকে প্রায় ৫০ কেজি কাটা মুরগি জব্দ করা হয়।