খানসামায় মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে দিনাজপুরের খানসামায় মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন ধরনের উপকরণ ও সিবিজি সমিতির সদস্যদের এ্যারেটর বিতরণ করা হয়েছে।

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সুফলভোগীদের প্রশিক্ষণ ও মৎস্য চাষের বিভিন্ন উপকরণ ও সিবিজি সমিতিতে এ্যারেটর বিতরণ করেন খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,

উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোস্তাওফিক আহমেদ শামীম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সুশান্ত মহন্ত, যুগ্ম আহবায়ক সাজু ইসলাম প্রমুখ।