খানসামা আসছেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

এস.এম.রকি, খানসামা(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর জেলার খানসামা উপজেলার বন্যা দুর্গত এলাকার মানুষের খোঁজ-খবর নিতে খানসামা আসছেন দুর্যোগ ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার (১৮ আগস্ট) আসছেন তিনি ।

 

এসময় তারা স্থানীয় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও মানুষদের খোঁজ খবর নেবেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রীর পরিদর্শনকালে সাথে থাকবেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার (১৬ আগস্ট) সকালে খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।