খাবারের লোভ দেখিয়ে শিশু তানহাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে শিপন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় শিশু তানহাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত শিপন। ঘটনার দিন খাবারের লোভ দেখিয়ে তানহাকে শিপন ডেকে নিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘রোববার বিকেল ৫ টায় শিশু তানহা একই বাড়ির শিপনের ঘরের সামনে দিয়ে নিজের ঘরে ফিরছিল। খাবার লোভ দিয়ে তানহাকে ঘরে নিয়ে যায় শিপন। এরপরই তাকে ধর্ষণ করে।’

তিনি আরো বলেন, ‘তানহা চিৎকার করলে শিপন তার গলা চেপে ধরে হত্যার পর লাশ বাসার বাথরুমে ফেলে দেয়। পরে শিপন রক্তভেজা চাদর, তার গায়ের গেঞ্জি ও পরনের লুঙ্গি ধুয়ে বের হয়ে যায়।’

শ্বাসরোধে হত্যা করা হয় : বাড্ডায় শিশু তানহাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসকও নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে তানহার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া তার বুক এবং গলায় কালো দাগ রয়েছে। এ থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুটিকে। কিছু আলামতও নেয়া হয়েছে। যেগুলো ল্যাবে পরীক্ষা করা হবে। এরপরই আরও বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, রোববার রাজধানীর আদর্শনগরের সন্ধ্যায় বাড্ডার আদর্শনগরী এলাকার ৩৬০ নম্বর বাসা থেকে একটি টিনসেড বাসার বাথরুমে তানহাকে হত্যার পর লাশ ফেলে যায় শিপন। সোমবার সকালে শিপনকে গ্রেপ্তার করে পুলিশ।