খালেদার আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩২ সাক্ষীর সাক্ষ্য বাতিল করে পুনরায় সাক্ষ্য নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

তবে যেকোনো মামলায় সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে সাক্ষীরা যাতে আইন অনুযায়ী শপথ নিতে পারে তা নিশ্চিত করতে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

গত ৭ ডিসেম্বর খালেদা জিয়ার উপরোক্ত আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে প্রধান বিচারপতি খালেদার আবেদনটি শুনানির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেন।

বৃহস্পতিবার শুনানি শেষে আদালত খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন।

পরে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, হাইকোর্টের এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে জিয়া চ্যারিটেবল মামলার রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য বাতিল করে পুনরায় নেওয়ার জন্য বিচারিক আদালতে আবেদন করেন খালেদা জিয়া।

ওই আবেদনে বলা হয়, শপথের বিধান অনুযায়ী, এই সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়নি। তাই এই সাক্ষ্য বাতিল করে নতুন সাক্ষ্য নেওয়া হোক। কিন্তু বিশেষ জজ আদালত-৩ শুনানি শেষে এই আবেদন খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী জাকির হোসেন ভুঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে মামলাটির বিচার শেষ পর্যায়ে রয়েছে।