জবি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
শনিবার দুপুরে পুরান ঢাকার জজ কোর্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রায়সাহেব বাজার ও বংশাল মোড় হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়।
জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে সহ-সভাপতি আব্দুল জলিল, আল-আমিন, এ বি এম বাকী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ, মো. সালাউদ্দীন, আব্দুল মান্নান, ইব্রাহিম কবীর মিঠু, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান ও প্রচার সম্পাদক জুয়েল মৃধাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।