জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ব্রিটিশ মন্ত্রী অলক শর্মা।
শনিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেত্রীর উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে অলক শর্মা চার সদস্যের ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন অলক শর্মা।