খালেদা জিয়ার জামিন ও আপিলসংক্রান্ত বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্টের বার ভবনের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আইনজীবী জয়নুল আবেদীনসহ খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ও আপিলসংক্রান্ত বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করছেন তার আইনজীবীরা।

ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। দুপুর সাড়ে ১২টায় আরেক দফা বৈঠক করা হবে। আজই খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টের কোন বেঞ্চে করা হবে এ বিষয়ে আলোচনার জন্য বৈঠকের আয়োজন করা হয়েছে।