খালেদা জিয়ার মুক্তি বিএনপি মূল উদ্দেশ্যঃ নৌ পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঐক্যফ্রন্টের সংলাপে বিএনপির অংশ নেয়ার মূল উদ্দেশ্য ছিল খালেদার মুক্তি দাবি। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ারে। তারা বোঝে না সাজাপ্রাপ্ত আসামিকে শুধুমাত্র আইনিভাবেই আদালত থেকে বের করা যায়, অন্য কোনোভাবে নয়।

শুক্রবার সকালে মাদারীপুরের আচমত আলী খান স্টেডিয়ামে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সংলাপে সন্তুষ্ট হয়েছেন। এ ধরনের আলোচনা একদিনে শেষ হবার নয়। তাদের প্রথম দিনের আলোচনা ব্যর্থ হয়নি।

বিএনপির সভা-সমাবেশে এখন কোনো বাধা নেই। তারা তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে। তাদের কার্যক্রমের ওপর কোনো বিধি-নিষেধ থাকছে না। এটাও তো আলোচনার সাফল্য। এতে পরিষ্কার হয়, সংবিধান ঠিক রেখে আলোচনা কিংবা সংলাপে যেটা করা সম্ভব সরকার আন্তরিকতার সঙ্গে সেটা করবে। নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এবং সবাইকে নিয়ে এ নির্বাচনে অংশ নিতে চায় আওয়ামী লীগ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।