জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত আছেন।
বৈঠক শেষে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে পারেন মার্কিন রাষ্ট্রদূত।
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের এটিই হচ্ছে প্রথম বৈঠক। যদিও এর আগে অনেকবারই বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বার্নিকাট।