খালেদা জিয়া হাইকোর্টে জামিন আবেদন করলে শুনানিতে তার বিরোধিতা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : রোববার দুদকের আইনজীবী খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে জামিন আবেদন করলে শুনানিতে তার বিরোধিতা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বলেন, ‘আমরা খালেদার জামিন শুনানিতে কন্টেস্ট করবো’। এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, রায়ের সার্টিফায়েড কপি পেলেই তারা উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন করবেন।