
এস.এম.নাহিদ ঃ নিখোঁজের ৫ দিন পর গত ২৩/০৭/২০১৭ইং তারিখে দরিদ্র পরিবারের এতিম সন্তান ঢেলনা মাদ্রাসা ছাত্র ইয়াছিন সানির (১৪) মৃতদেহ মাদ্রাসার সামনে ফসলি জমি থেকে উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ। এদিকে ইয়াছিন সানির মৃত্যুকে ঘিরে বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন। মাদ্রাসা কর্তৃপক্ষও দায় এড়ানোর জন্য বিভিন্ন সময়ে নানা কৌশল অবলম্বন করছে। এমনকি ঢেলনা এলাকার নির্বাচিত জনপ্রতিনিধীরাও অজ্ঞাত কারনে গনমাধ্যম কর্মীদের ও এড়িয়ে চলছেন। বর্তমানে মাদ্রাসা কর্তৃপক্ষ দোষ এড়াতে রাজনৈতিক আশ্রয়ের খোঁজে ব্যস্ত সময় পার করছেন।
সন্দেহের জালে আবদ্ধ ইয়াছিন সানিকে থানা পুলিশ কর্তৃক উদ্ধারের সময়ে গায়ের লাল রংএর গেঞ্জিটা থাকলেও পরনের কাপড়টি তাহলে কোথায় গেল ? ১৪ বছরের একটি মাদ্রাসা ছাত্র উলঙ্গ হয়ে বাহিরে যাবার কথা নয়। যদি ও মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি পানিতে ডুবেই সানির মৃত্যু হয়েছে। তাই যদি হয় তাহলে হাটুপানিতে ১৪ বছরের বালক কিভাবে ডুবে যায় ? তাছাড়া পানিতে ডুবে কেউ মারা গেলে তার পেট অন্তত: ফুলে উঠার কথা। কিন্তু সে রকম কোন কিছুই দেখা যায়নি। বরং জিহ্বা পর্যন্ত বেরিয়ে ছিল। গায়ের উপর দিয়ে অসংখ্য সাদা রংএর পোকা হেটে বেড়াচ্ছিল। নিহতের পরিবারের দাবি পানিতে ডুবে সানির মৃত্যু হয়নি। নিখোঁজের পর পরই নিহতের বড় ভাই সজিব পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রচার এবং থানাতে জিডি করতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ মুফতি মোঃ এমরান বলেন এইসব করলে মাদ্রসার ভাবমূর্তী ক্ষুন্ন হবে। তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষের রহস্যজনক নীরাবতার কারণ কি হতে পারে ? ঢেলনা এলকায় অবস্থিত এই মাদ্রাসাটি মুলতঃ ফিলিস্তিনের মত একটি গরীব দেশের অনুদানে ২০১১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। কর্তৃপক্ষ বাংলাতে ঢেলনা মাদ্রাসা নামে প্রচার করলে ও মাদ্রাসার প্রকৃত নাম জামিয়াতু বদর আল আরাবিয়া আল ইসলামিয়া। মাদ্রসার প্রকৃত নাম আড়াল করে রাখার রহস্য দেশবাসী জানতে চায়। এমনকি মাদ্রাসটির সরকারী কোন রেজিষ্ট্রেশন ও নেই।
ঢাকা জেলা ও খিলক্ষেত থানার সীমান্তবর্তী বালু নদীর তীরে অবস্থিত ডুমনি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবস্থিত ঢেলনা গ্রাম। এই গ্রামের পূর্বদিকে নারায়নগঞ্জ জেলার ও রূপগঞ্জ থানার এলাকার পূর্বচল উপশহর এবং উত্তর পূর্ব দিকে গাজিপুর জেলার কালিগঞ্জ থানার এলাকা। তিনটি জেলার সংযোগ স্থল হওয়ায় ক্রাইম জোন ডুমনি এলাকার অধিকাংশ বাসিন্দারা জড়িয়ে পড়েছে নৃশংস হত্যাকান্ড সহ ভূমি দস্যুতা, ধর্ষন, সরকারী জমি দখল, সমিতির টাকা অত্যসাৎ করা সহ ভয়ঙ্কর সব কর্মকান্ডে। আবার এলাকার বাসিন্দাদের প্রকৃত সত্য আড়াল করা কিংবা ঢেকে রাখার প্রবনতা এখানাকার স্থায়ী বাসিন্দাদের চারিত্রিক বৈশিষ্ট। তাই অপরাধের স্বর্গরাজ্য এই ডুমনি ইউনিয়নের ঢেলনা এলাকার সাধারন খেটে মানুষ ও পরিবারের একটিই দাবি – কিশোর সানির মৃত্যু স্বভাবিক নয়। তাহলে নির্মম মৃত্যুর শিকার এতিম কিশোর সানি কি দেশ ও রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডের নিরব স্বাক্ষীর বলীর পাঠা ? তবে যাই হোক – কিশোর সানি আজ না ফেরার দেশে চলে গেলেও রাষ্ট্রীয় নিরাপত্তায় একটি অশনী সংকেত জানাতে আমাদের সম্ভবত: ভুল করেনি।