খুলনার তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসার ৫০ বছরপূর্তি

খুলনার সোনাডাঙ্গা তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসার ৫০ বছরপূর্তি উপলক্ষে গোল্ডেন জুবিলি ও রি-ইউনিয়ন অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেছেন, মাদরাসা শিক্ষাকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ জাতি গঠন সম্ভব নয়। দেশের অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষা না থাকলে একটি পরিপূর্ণ জাতি গঠন অসম্ভব।

মাদরাসা চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। গোল্ডেন জুবিলি রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক, মাদরাসার দাতা সদস্য আলহাজ্ব এমদাদুল হক খালাসীর সভাপতিত্বে বক্তৃতা করেন, মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এ এফ এম নাজমুস সউদ। দোয়া পরিচালনা করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি ও খুলনা আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ।

এসময় মাদরাসার পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।