খুলনার বিদায়

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের এলিমিনেটর ম্যাচে শুক্রবার দুপুর ২টায় মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে খুলনা ৬ উইকেট হারিয়ে করে ১৬৭ রান। ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের ইনিংসে ভর করে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স।

এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার টিকিট পেল রংপুর। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিল খুলনা টাইটান্স।

ব্যাট হাতে ক্রিস গেইল ৫১ বলে ৬ চার ও ১৪ ছক্কায় ১২৬ রানের দানবীয় ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ মিথুন। তিনি ৩৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। সোহাগ গাজী ১ রান ও ব্রেন্ডন ম্যাককালাম ০ রানে আউট হন।

স্কোর : খুলনা টাইটান্স ১৬৭/৬
খুলনা ব্যাটিং : নাজমুল হোসেন শান্ত ১৫, মাইকেল ক্লিঙ্গার ২১, আফিফ হোসেন ১১, মাহমুদউল্লাহ রিয়াদ ২০, আরিফুল হক ২৯, নিকোলাস পুরান ২৮, কার্লোস ব্রেথওয়েট ২৫ ও জোফরা আর্চার ৩।
রংপুর বোলিং : মাশরাফি বিন মুর্তজা ৪-০-২৩-০, সোহাগ গাজী ৩-০-২৪-১, লাসিথ মালিঙ্গা ৪-০-৪৯-২, নাজমুল ইসলাম অপু ৩-০-১৯-১, রুবেল হোসেন ৪-০-৩৩-১, রবি বোপারা ২-০-১৫-১।

দুই দল এর আগে বিপিএলে দুবার মুখোমুখি হয়েছিল। একবার করে জয় পেয়েছিল দুই দল। এবার এগিয়ে গেল রংপুর।