খুলনার ১৭ থানায় এক মাসে ২৭০ মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মহানগর ও জেলার ১৭টি থানায় ডিসেম্বর মাসে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ২৭০টি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় আটটি খুন এবং নারী ও শিশু নির্যাতনের ১৯টি ঘটনা ঘটে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান সভাপতিত্ব করেন।

সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় ডিসেম্বর মাসে রাহাজানি ১টি, চুরি ১২টি, খুন ৩টি, অস্ত্র আইন ২টি, দ্রুত বিচার ৩টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ৬৬টি এবং অন্যান্য ৪০টিসহ মোট ১৩৯টি মামলা দায়ের হয়। নভেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৩৫টি।

অন্যদিকে জেলার নয়টি থানায় ডিসেম্বর মাসে রাহাজানি ১টি, চুরি ৭টি, খুন ৪টি, অস্ত্র আইনে ৪টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৭টি, মাদকদ্রব্য ৪০টি এবং অন্যান্য আইনে ৬৭টিসহ মোট ১৩১টি মামলা দায়ের হয়। নভেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৪০টি।

সভায় কেসিসির প্রতিনিধি জানান, আগামী সপ্তাহ থেকে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার অভিযান শুরু হবে। এ ছাড়া সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের যানজট নিরসনে সেখানে অবৈধভাবে দখলকৃত জায়গায় থেকে পাইকারি কাঁচাবাজারটিকে স্থানান্তর করা এবং নতুন কোনো খাসজমিতে এটি স্থাপনের সুযোগ করে দিতে জেলা প্রশাসনের সৃষ্টি আকর্ষণ করেন।

সভায় উল্লেখ করা হয়, বর্তমানে প্রায়ই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বর হ্যাক করে পরিচিত নম্বর থেকে ফোন করে টাকা চাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সভায় বিভিন্ন জন তাদের মোবাইলে ফোন করে টাকা চাওয়ার এই অভিজ্ঞতা বর্ণনা করে এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পাটকলগুলোতে যাতে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং শ্রমিক অসন্তোষ না হয় এজন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে মহানগর পুলিশ জানায়।

সভায় উপজেলা চেয়ারম্যান, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কেসিসির প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।