নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় নাজমুল আহসান (৪০) নামে এক কম্পিউটার ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে নগরীর আহসান আহমেদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজমুল আহসান শহরের আহসান আহমেদ রোড এলাকার ন্যাশনাল টাওয়ারের বাসিন্দা। তার পিতার নাম মঞ্জুর আহসান।
তিনি নগরীর জলিল টাওয়ারের পিট অ্যান্ড রাইট নামক কম্পিউটার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নাজমুল আহসান বুধবার সকালে প্রাতর্ভ্রমণে বের হন। আহসান আহমেদ রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে পেছন দিকে থেকে গুলি করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।