খুলনায় কিশোরী ক্রিকেটারকে গণধর্ষণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : রোববার পর্যন্ত এজাহারভুক্ত প্রধান আসামি মোস্তাফিজুর রহমান নয়ন এলাকায় থাকলেও পুলিশ তাকে খুঁজে পায়নি। তবে, অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুলনায় কিশোরী ক্রিকেটারকে (১৪) গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এর আগে ওই কিশোরীর বৃদ্ধ বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে খুলনার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ধর্ষক মোস্তাফিজুর রহমান নয়নসহ তিনজনকে আসামি করা হয়। অভিযুক্ত নয়ন নগরীর নিরালাস্থ ২ নম্বর কাশেমনগর লেন এলাকার ইট-বালু ব্যবসায়ী বজলুর রহমানের ছেলে। তার বাবা বজলুর রহমান স্থানীয় ২৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য এবং ২নম্বর কাশেম নগর জনকল্যাণ সমিতির সভাপতি।

অপর আসামি নয়নের বন্ধু এস এম শিহাবুজ্জামান রিয়াল নগরীর নিরালা প্রান্তিক এলাকার ইকতিয়ার হোসেন ফজরের ছেলে। সম্প্রতি তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অপর আসামি রিয়ালের মামার পরিচয় পাওয়া যায়নি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান সোমবার সকাল ৯টায় এ প্রতিবেদককে বলেন, মামলার তদন্তের দায়িত্ব থানার এসআই রফিকুল ইসলামকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।

ধর্ষণের শিকার কিশোরী নগরীর নিরালা সংলগ্ন ২নম্বর কাশেমনগর এলাকার বাসিন্দা এক নিরাপত্তা প্রহরীর কন্যা। নগরীর বানরগাতি ইউসেফ স্কুল থেকে এবার অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিসহ বিভিন্ন পুরস্কারও পেয়েছে। ধর্ষিত হয়ে এখন তার গর্ভে সন্তান। সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা সে। লোকলজ্জায় মাতৃহারা মেয়েটির জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।