খুলনায় কৃষকদের মধ্যে ‘এ-কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সহজ শর্তে ও কম সুদে ঋণ গ্রহণে খুলনায় কৃষকদের মধ্যে ‘এ-কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা ক্লাবের টেনিস গ্রাউন্ডে ‘এ-কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ব্যাংক এশিয়া ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর দি পুওর (সিডোপ)’র উদ্যোগে ইউএসএআইডি’র অর্থায়নে ঢাকা আহছানিয়া মিশন, কেয়ার বাংলাদেশ ও এম পাওয়ার কর্তৃক প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম এবং ইউএসএআইডি বাংলাদেশ মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুযেলস্কি।

অনুষ্ঠানে প্রকল্পের চিফ অব পার্টি বিদ্যুৎ কুমার মহলদার প্রকল্প ও ‘এ-কার্ড’র সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন, এ-কার্ড উদ্যোগের সঙ্গে জড়িত কৃষকরা স্বল্প খরচে ও সহজে পরিশোধযোগ্য উপায়ে ঋণ গ্রহণ ও পরিশোধের সুযোগ পায় এবং সংশ্লিষ্ট উপকরণ বিক্রেতার কাছ থেকে নিরাপদে ও সহজে ক্রয় করতে পারে। এ-কার্ড কার্যক্রম চারটি জেলায় শুরু হয়েছে।

অনুষ্ঠানে পাঁচজন কৃষকের হাতে ‘এ-কার্ড’ তুলে দেওয়া হয়।